Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জাতীয় উশু শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৮:১৬ পিএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য শক্তিশালী দল গঠনের লক্ষ্যে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের খেলা। বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন এনইএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইফাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও সদস্য লায়ন খন্দকার মো. সেলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে সান্দা ও থাউলুর ৩৯টি ইভেন্টে ৩৪ দলের চার শতাধিক উশুকা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে আমরা আসন্ন এসএ গেমসের জন্য জাতীয় দল বাছাই করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ