প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বেশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত ২১’তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বর স্বীকৃতি’স্বরূপ চারজন সাংবাদিককে সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। দৈনিক যুগান্তরের বিনোদন বিভাগের প্রধান এফ আই দীপু’কে সেরা সাংবাদিক হিসেবে ‘মোহাম্মদ আওলাদ হোসেন স্মৃতি পুরস্কার’-এ ভূষিত করা হয়। দীপু’র হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি, সঙ্গীতশিল্পী-সংসদ সদস্য মমতাজ বেগম ও নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন। আফ আই দীপু বলেন, ‘যেকোন স্বীকৃতি আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। বাবিসাস আমার কাজকে মূল্যায়ন করে আমাকে যে সম্মাননায় ভূষিত করেছে, তা আমার কাছে অনেক ভালোলাগার, অনেক আনন্দের। নিজের কাজের প্রতি আগামীতে আরো সচেতন থাকবো, আরো দায়িত্বশীল থাকবো। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন আরো দায়িত্বশীল হবো। ধন্যবাদ বাবিসাস’র সাথে সংশ্লিষ্ট সবাইকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।