প্রতিশ্রুত ট্যাঙ্কের মাত্র এক চতুর্থাংশ ইউক্রেনকে দিচ্ছে পশ্চিমারা
ব্রিটেনের সানডে টাইমস রোববার জানিয়েছে, এপ্রিলের শুরুর মধ্যে ইউক্রেন পশ্চিম-প্রতিশ্রুত ট্যাঙ্কগুলোর এক চতুর্থাংশের কম পাবে। এতে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন রিসেপ তাইয়্যেব এরদোগান।
ডেইলি সাবাহ লিখেছে, রুশ প্রেসিডেন্ট তুরস্ক সফরে এলে তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে। তবে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-৪০০' কেনা নিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা কিছুটা বেড়েছে। একই সময়ে এই ইস্যুতে তুরস্কের ওপর মার্কিন চাপ বেড়েছে। বেড়েছে ন্যাটোর চাপও।
তবে তুরস্ক এর আগে স্পষ্টভাবে বলেছে, মার্কিন হুমকি তোয়াক্কা না করে তুরস্ক 'এস-৪০০' কেনা অব্যাহত রাখবে এবং জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।