বর্ষপঞ্জি-২০২২ জাতীয়
জানুয়ারি ০১-০১ ঘুরে দাঁড়াচ্ছে পোশাক শিল্প০২-০১ রাজধানীর সড়কে চরম নৈরাজ্য০৩-০১ দ্রব্য মূল্যের কষাঘাতে পিষ্ট জনজীবন০৪-০১ ২০২১ সালে বাংলাদেশ সীমান্তে ৪৪বার গুলি চালিয়েছে বিএসএফ০৫-০১ হাড় কাঁপানো শীতে
ব্রিটেনের সানডে টাইমস রোববার জানিয়েছে, এপ্রিলের শুরুর মধ্যে ইউক্রেন পশ্চিম-প্রতিশ্রুত ট্যাঙ্কগুলোর এক চতুর্থাংশের কম পাবে।
এতে স্মরণ করিয়ে দেয়া হয় যে, কিয়েভ ৩২০টি পশ্চিমা ট্যাঙ্ক পাওয়ার আশা করলেও এপ্রিলের মধ্যে সর্বাধিক ৫০টি ট্যাঙ্ক ফ্রন্টলাইনে পৌঁছাবে এবং পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে যে, এটি সেখানকার পরিস্থিতি পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে না।
এইভাবে, সানডে টাইমস অনুসারে, যুক্তরাজ্য মার্চ মাসে মাত্র চারটি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক পাঠাবে এবং পর্তুগাল থেকে তিনটি লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠানো হবে। এদিকে, পোল্যান্ড অদূর ভবিষ্যতে ১৪টি লেপার্ড ২ ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে।
যাইহোক, জার্মানি থেকে একটি লেপার্ড ২ ব্যাটালিয়ন মাত্র অর্ধেক প্রস্তুত। নরওয়ে এবং ফিনল্যান্ড থেকে ট্যাঙ্ক সরবরাহ প্রত্যাশিত। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।