Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়িতে গাঁজা চাষের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাড়িতে গাঁজা চাষের অনুমতি দিতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এ জন্য গাঁজাকে মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হবে। দেশটির মাদকদ্রব্য বোর্ড এ তথ্য জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড ২০১৮ সালে গাঁজাকে চিকিৎসা ও গবেষণার জন্য বৈধতা দেয়। তবে বর্তমানের নিয়ম অনুযায়ী, দেশটির মানুষ বাড়িতেই গাঁজার চাষ করতে পরবেন। এ ক্ষেত্রে স্থানীয় সরকারকে আগে বিষয়টি জানাতে হবে। তবে কেউ এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না। বাণিজ্যিক ব্যবহারের জন্য লাইসেন্সের প্রয়োজন হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরকুল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সপ্তাহে সংসদে এ সম্পর্কিত একটি পৃথক খসড়া বিল পেশ করবেন। যাতে উৎপাদন, বাণিজ্যিক ও বিনোদনসহ গাঁজার আইনি ব্যবহার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। বাড়িতে জন্মানো গাঁজা ঐতিহ্যগত ওষুধ ও খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ীও এটি ব্যবহার করা যেতে পারে। এ ধরনের নিয়ম কার্যকরের জন্য পরিদর্শনের ব্যবস্থা করা হবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ