Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সেনা অপসারণে গণভোট আয়োজনের আহ্বান ইয়ামিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মালদ্বীপের জনগণ মালদ্বীপে ভারতীয় সামরিক বাহিনীর উপস্থিতি চায় কিনা তা নিয়ে গণভোট আয়োজনের জন্য দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে আহ্বান জানিয়েছেন। প্রাক্তন এই প্রেসিডেন্ট বলেন, ভারত মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে এবং এটি একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর পদক্ষেপ হওয়া উচিত নয়। -মালদ্বীপস জার্নাল। প্রাক্তন প্রেসিডেন্ট ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের পক্ষে সমর্থন অর্জনের জন্য তার প্রবালপ্রাচীর সফরে থলুসধু (কাফু অ্যাটল) স্টপে যাওয়ার প্রাক্কালে এই কথা বলেন। ইন্ডিয়া আউটগ্ধ একটি তৃণমূল আন্দোলন যা ভারতীয় সামরিক বাহিনী এবং কর্মীদের অপসারণ এবং সোলিহ প্রশাসন ও ভারতের মধ্যে শ্রেণীবদ্ধ সামরিক চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে আসছে। যা পরে বিরোধীদলে ব্যাপকভাবে গৃহীত হয়ে। এদিকে থলুসধুতে তাকে অভ্যর্থনা জানাতে আসা সমর্থকদের ভিড়ের মধ্যে কথা বলতে গিয়ে প্রাক্তন এই প্রেসিডেন্ট বলেন, সরকারের ক্ষমতা জনগণের মাধ্যমে শুরু হয়। ক্ষমতাসীন (এমডিপি)কে ধারাবাহিকভাবে আমাদের মনে করিয়ে দিতে হচ্ছে যে, সরকারের ক্ষমতা জনগণ দিয়ে শুরু হয়, তাদেরকে দেশ শাসনের অধিকার জনগণই দিয়েছিল। এখন আমি তাদের বলতে চাই, জনগণ এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি চায় না। মালদ্বীপস জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ