Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবনাজকের হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নব্বই দশকের দর্শপ্রিয় অভিনেত্রী শাবনাজ গত করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম জানান, সতর্কতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি, চিকিৎসা ঠিকমতো হলে ও সুস্থ হয়ে যাবে। তিনি জানান, করোনার রেজাল্ট পজেটিভ আসায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন শাবনাজ। বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমিও হার্টের অপারেশন করিয়েছি। পুরোপুরি সুস্থ হয়নি। এই বাড়তি সতর্কতার জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঈম জানান, টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়, তাতে শাবনাজের করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠান্ডার মাত্রা বেড়ে গেলে আবার পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে। তিনি শাবনাজের সুস্থতার জন্য সকলের দোয়া চান এবং সবাইকে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবনাজকের হাসপাতালে ভর্তি করা হয়েছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ