প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘অবুঝ মা’। এটি প্রচার হবে আজ রাত ১০টায়। বিআরবি নিবেদিত টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন মিলি বাশার, আকাশ রঞ্জন, ইলমা, মুক্তা নওমী, তন্ময় সোহেল প্রমুখ। সন্তানের প্রতি মায়ের ভালোবাসাই নাটকের মূল উপজীব্য। টিপু আলম মিলন বলেন, মায়ের কাছে সব সন্তানই সমান। দুই ছেলে এক মেয়ে নিয়ে সুফিয়া বেগমের সংসার। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন। বড় ছেলে পড়াশোনা সম্পন্ন করে চাকরি করে, মেঝ ছেলে ব্যবসা করে আর একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। মেঝ ছেলে ব্যবসায় করে অগাদ টাকা পয়সার মালিক হয়ে যায়। মাকে তার কোম্পানীর চেয়ারম্যান করে অফিসের চেয়ারে বসায়। ছেলের এই ভালোবাসায় মায়ের চোখে পানি আসে। ছেলের এত টাকার মালিক হওয়া নিয়ে সন্দেহ হলেও বিষয়টি মোটেই পাত্তা দেয় না ছেলে। মায়ের সরলতার সুযোগে একের পর এক কাগজে স্বাক্ষর করিয়ে নেয় মাকে দিয়ে। একদিন দুদক হানা দেয় অফিসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।