মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংসদীয় রাজনীতিতে অসামান্য অবদান রাখার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পাচ্ছেন গুলাম নবি আজাদ। মঙ্গলবার এই ঘোষণার পরই বিতর্কে জড়ালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। দেখা যায় টুইটার হ্যান্ডল থেকে কংগ্রেসের নাম মুছে ফেলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই জল্পনা জোরদার হয়, তবে কি এবার পদ্মশিবিরে যাচ্ছেন কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ নেতাদের অন্যতম আজাদ? রাতেই অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দেন কংগ্রেস নেতা। স্পষ্ট জানান, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তিনি লেখেন, “কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করতে অপ্রচার চালানো শুরু করেছে। আমার টুইটার প্রোফাইল থেকে কিছুই সরানো হয়নি বা যোগ করা হয়নি। প্রোফাইল যেমন ছিল তেমনই রয়েছে।” আসলে বিক্ষুব্ধ ২৩ কংগ্রেস নেতাদের অন্যতম আজাদকে নিয়ে এমন গুঞ্জন আগেও তৈরি হয়েছে। প্রসঙ্গত, যে ২৩ জন কংগ্রেস নেতা দলের অন্তর্র্বতীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সাংগঠনিক পরিবর্তনের পাশাপাশি স্থায়ী সভাপতির দাবি জানিয়েছিলেন তাদের নেতা আজাদই। কার্যত কংগ্রেস হাই কমান্ডের বিরাগভাজন তিনি। ফলে শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তিনি, এই জল্পনা আজকের নয়। সেই জল্পনাই নতুন করে ফিরে এলো। টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।