Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েব সিরিজে কাজের নামে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ওয়েব সিরিজে শ্যুটিংয়ের নাম করে পর্নগ্রাফির শ্যুটিং করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভারতের বেলঘরিয়ার এক যুবক। ভিডিওটি নেটমাধ্যমে আসায় ওই যুবক আত্মহত্যারও চেষ্টা করেন। অভিযুক্ত পরিচালক ও এক ব্যক্তির বিরুদ্ধে বেলঘরিয়া থানা অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী। যুবকের আইনজীবী রাজা মুখোপাধ্যায় বলেন, ‘‘লকডাউনে কাজ হারিয়ে আমার মক্কেল কাজ খুঁজছিলেন। সে সময় শোভাবাজারের বাসিন্দা শুভজিৎ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তিনি ওয়েব সিরিজে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দেন।’’ অভিযোগ, নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে একটি হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে জোর করে পর্ন ছবির শ্যুটিং করানো হয়। যুবককে বলা হয়, দেশে সেই ছবি দেখা যাবে না বিদেশে রিলিজ করবে। তার অভিযোগ, ‘‘শ্যুটিং-এর পর আমি বিষয়টি বুঝতে পেরে ছবি মুছে দেওয়ার কথা বলি। কিন্তু পরিচালক আমার মোবাইল কেড়ে নেন এবং আমাকে দিয়ে একটি কাগজে সইও করিয়ে নেন।’’ পরে দেখা যায় ছবিটি নেটমাধ্যমে সর্বত্র পাওয়া যাচ্ছে। পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর ওই যুবক হতাশ হয়ে পড়েন। জানা গিয়েছে, তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। যুবক জানিয়েছেন, প্রতিটি ছবির জন্য তাকে কুড়ি হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ