Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের ঘোষণা দিয়ে কটাক্ষের শিকার মৌনী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

অভিনেত্রী মৌনী রায়ের অনেক দিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার বিয়ে নিয়ে গুঞ্জনের ইয়ত্তা নেই। মৌনী এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এবার মুখ খুলেছেন। তবে ‘নাগিন’ অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত আর নেটিজেনদের কটাক্ষের অভাব নেই। সম্প্রতি তাকে মুম্বাইয়ে এক স্যালনে দেখা গেছে সংবাদ মাধ্যম আর ভিডিওগ্রাফারদের সামনে। সবাই তাকে তার আসন্ন শুভদিনটির জন্য অভিনন্দন জানাচ্ছিল; তিনি প্রথমে মুখ বন্ধ রাখলেও শেষ পর্যন্ত মুখ খুলে সবাইকে ধন্যবাদ জানান। এতেই নিশ্চিত হয় যে মৌনী আর সুরজের বিয়ে হতে যাচ্ছে। সম্ভবত জানুয়ারির শেষেই তার বিয়ে হবে। তার এই ভিডিও ভাইরাল হবার পর নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যায়। আর এর মধ্যে তার ‘নাগিন’ ধারাবাহিকের চরিত্রটির উল্লেখ প্রাধান্য পায়। একজন লিখেছেন : এখন কী হবে। তার স্বামী যদি দেখে ফেলে যে সে নাগিন আর সে যদি টওতিশোধ নিয়ে ফেলে। আরেকজনের মন্তব্য : শেষ পর্যন্ত নাগের সঙ্গে নাগিনের মিলন হচ্ছে ছবিতে, তোমার সঙ্গে টেওমে কখনও বিরতি দেব না ওহো হো ওওওও। আরেক জনের রসিকতা : শুধু বরকে দংশন করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌনী রায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ