Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

সখিপুর ( টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৭:১৪ পিএম

টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পলাশতলী ও বহেড়াতৈল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পলাশতলীর মেসার্স মিতালী ইটভাটার মালিকে ২ লক্ষ টাকা ও বহেড়াতৈলের মেসার্স পূবালী ইটভাটার মালিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩" এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কেটে এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩" এর ৫(১) ধারায় ফসলি জমি নষ্ট এবং সেই মাটি দিয়ে ইট তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ