বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ সময় করোনা আক্রান্ত হয়েছেন ৩২১ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। শনাক্তের হার ৪১.৯৭ শতাংশ।
বুধবার (২৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৪ জন।
পিরোজপুরে নতুন ৬৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৭ জন।
বরগুনায় নতুন ২১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪ জন। মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। ঝালকাঠিতে নতুন ৩০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।
ভোলায় নতুন ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে তিনজন ভর্তি হন। হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ, ১০ জন আইসোলেশনে রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৬৮ জন পজিটিভ ও ৯৪ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলা-ভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ১২৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩১৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।