বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ২১ লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা মূল্যমানের বিপুল পরিমাণ ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন সাইন ক্রীম জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ জানুয়ারি ভোর রাত ৪ টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দ উপজেলার খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপিতে কর্মরত মোঃ সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির জোয়ানরা ঘটনাস্থল হতে ভারতীয় ওরিও বিস্কুট- ৬১০০ পিস এবং স্কীন সাইন ক্রীম-৫৮৮০ পিস জব্দ করে।
যার সর্বমোট সিজার মূল্য- ২১লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।