Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের দুই ইউএনও করোনায় আক্রান্ত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১১:৩৫ এএম

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে; যার মধ্যে জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও দুই ইউএনও রয়েছেন।

মঙ্গলবার, (২৬জানুয়ারি) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৬৩ শতাংশ।

আক্রান্তদের মধ্যে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম রয়েছেন। এসপি আলিমুজ্জামানসহ আক্রান্ত তিনজনই বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

ইউএনও মোঃ মাসুদুল আলম জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

উল্লেখ্য, সিভিল সার্জন আরো বলেন, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ