Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝগড়ায় প্রাণ গেল ১৯ ইন্দোনেশীয়র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে স্থানীয় তরুণদের দুই দলের মধ্যে ঝগড়ার পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে। পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি মেট্রো টেলিভিশনকে বলেছেন, “শহরগুলোতে তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটাই এতো মৃত্যুর কারণ হল। প্রথমবারের মতো এমনটি হল।” অ্যাডাম জানিয়েছেন, প্রাণঘাতী এই ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়। পৃথকভাবে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের এক মুখপাত্র ডেডি প্রাসেতিও জানিয়েছেন, প্রতিবেশী দ্বীপ মালুকু থেকে আসা দুই প্রতিদ্ব›দ্বী অপরাধী গোষ্ঠীর মধ্যে ঝগড়াটি হয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ