Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়া থেকে দুই ধাপ দূরে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ২:৪৮ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দেনিস শাপোভালভকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি রাফায়েল নাদাল।
 
এর ফলে রেকর্ড ২১টি গ্র্যান্ডস্লাম জয় থেকে আর মাত্র দুই ধাপ দূরে আছেন তিনি। 
 
নাদাল, জোকোভিচ ও ফেদেরার তারা তিনজনই ২০ বার করে গ্র্যান্ডস্লামের শিরোপা জয় করেছেন। 
 
এখন তাদের তিনজনের মধ্যে যে আগে আরেকবার শিরোপা জিতবেন তিনিই হবেন ইতিহাসের অংশ। সেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছেন রাফায়েল নাদাল। 
 
কোয়ার্টার ফাইনাল ম্যাচটির প্রথম দুই সেট জিতে নেন নাদাল৷ কিন্তু পরের দুই সেট শাপোভালোভ জিতে নিলেন ৪-৬, ৩-৬ গেমে। তবে শেষ সেটে আর পেরে ওঠেননি তিনি, নাদাল ম্যাচে ফিরেছেন তার চিরচেনা লড়াকু মনোভাব দেখিয়ে, শেষ সেটটা জিতলেন ৬-৩ গেমে। তাতেই জয় নিয়ে শেষ চারে উঠে যান তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ