বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘা উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পদ্মার চরের পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাড়া করতে গেলে একটি শিয়াল পর্যায়ক্রমে তাদের কামড় দেয় বলে জানা গেছে।
আহতরা হলেন— উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের তফিল উদ্দীনের ছেলে বাদশা আলী (৩৫), নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন (২১), মহরম আলীর দুই বছরের শিশু ছেলে মহিম হোসেন, সরেরহাট গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেল আলী (২৬) ও দুড়দুড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৩০) স্থানীয় মাঠে কাজ করতে যায়।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পলাশী ফতেপুর চরের নবনির্বাচিত মেম্বার মোস্তাফিজুর রহমান শিশির জানান, কয়েক দিন ধরে একটি শিয়াল এলাকায় ঘোরাফেরা করছিল। ওই শিয়ালটিকে তাড়া করলে সেটি ফিরে এসে কামড় দেয়। এতে তারা আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ জানান, পাগলা শিয়ালের কামড়ের সন্দেহে তাদের প্রত্যেককেই এন্টি ব্যাবিস ভ্যাকসিন (এআরভি) দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।