Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরব শীতে কাঁপছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরবে। দেশটির কোনো কোনো স্থানে মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সউদী আরবের ৩০ বছরের ইতিহাসে এবারই তাপমাত্রা সর্বনিম্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, তীব্র শীতের কারণে জমে যাচ্ছে মরুর উটের চোখের পানিও।
গত কয়েকদিনে সউদী আরবের কয়েকটি শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ছয়টি শহর তুষারে ঢেকে গেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তায়েফে গত ১৯ জানুয়ারি সর্বনিম্ন মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন।
চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে সউদী আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সূত্র : গালফ নিউজ, সউদী গেজেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ