মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেনশনের টাকা দিতে চাইছিলেন না পোস্ট অফিসের কর্মীরা। তাই মৃত পেনশনভোগীর দেহ চেয়ারে বসিয়ে সোজা সেখানে হাজির দুই যুবক। এমন ঘটনায় রীতিমতো হতভম্ব পোস্ট অফিসের কর্মীরা। গত ২১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে।
মৃত ব্যক্তির নাম পিডার ডয়েল। তিনি পেনশন পেতেন। পুলিশ জানিয়েছে, যে দুই যুবক পিডারের দেহ নিয়ে এসেছিলেন, তারা তার পূর্ব পরিচিত। পিডারের পেনশনের টাকা হাতানোর পরিকল্পনা করেছিলেন তারা।
পুলিশ জানিয়েছে, প্রথমে পিডারের আত্মীয় পরিচয় দিয়ে পোস্ট অফিসে টাকা আনতে গিয়েছিলেন ওই দুই যুবক। কিন্তু পোস্ট অফিসের কর্মীদের সন্দেহ হওয়ায় তারা পিডারকে পোস্ট অফিসে নিয়ে আসতে বলেন।
এরপরই তারা মৃত পিডারের দেহ হুইলচেয়ারে বসিয়ে তাকে ভাল করে পোশাক, টুপি পরিয়ে পোস্ট অফিসে হাজির হন। প্রথম দেখাতে বোঝা সম্ভবই হয়নি যে হুইল চেয়ারে মৃত পিডারের দেহ বসানো। পিডারকে দেখিয়ে ফের তারা টাকা দাবি করেন।
পোস্ট অফিসেরই এক কর্মী দেখতে পান, চেয়ারে বসা পিডারের শরীরে কোনও নড়চড় হচ্ছে না। এমনকি চোখও ছিল স্থির। বিষয়টি নজরে আসতেই পোস্ট অফিস থেকে পুলিশে ফোন করা হয়। পোস্ট অফিসের কর্মীরা বিষয়টি আন্দাজ করতে পেরেছেন, এটা আঁচ করতে পেরেই পিডারের দেহ ফেলে চম্পট দেন দুই যুবক।
পুলিশ এসে পিডারের দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, দুই দিন আগেই মৃত্যু হয়েছে পিডারের। সূত্র : দ্য গার্ডিয়ান, মিরর ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।