Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেক্সপিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলার পক্ষকালব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বছরব্যাপী কার্যক্রমের আওতায় শেক্সপিয়ারের নাটক : বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং অভিনয় শৈলী শিরোনামে বিভিন্ন নাট্য সংগঠনের ৮০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যসারথী আতাউর রহমান। কর্মশালার মাধ্যমে শেক্সপিয়রের ৫টি নাটক মঞ্চায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৫টি দল গঠন করা হয় এবং ৫ জন উপদেষ্টা নির্দেশককে দায়িত্ব প্রদান করা হয়। প্রশিক্ষণার্থী ও নির্দেশকদের অক্লান্ত পরিশ্রমে তৈরী হয়েছে ৫টি নাটক যথাক্রমে মার্চেন্ট অব ভেনিস, ম্যাকবেথ, ওথেলো, টেম্পেস্ট এবং টেমিং অব দ্যা শ্রæ। কর্মশালার মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ মুকুল। গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কর্মশালার সমাপনী, ননদপত্র বিতরণ ও নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক নাট্যসারথী আতাউর রহমান এবং অধ্যাপক আব্দুস সেলিম। সমাপনী আলোচনা, সনদপত্র বিতরণ শেষে মঞ্চস্থ হয় শেক্সপিয়রের ২টি নাটকের বাছাইকৃত অংশ: মার্চেন্ট অব ভেনিস এবং ম্যাকবেথ। ‘মার্চেন্ট অব ভেনিস, নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম এবং উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আল জাবির। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস, ফরহাদুল আমিন মাহমুদ, সাঈদ রহমান, সুরভী রায় , শ্রী লিটন কুমার রায় অমিতাভ, মহসিন রিয়াজুল ইসলাম খান, আবু হেনা মো: নাছির উদ্দিন মাহমুদ, মো: শরীফুল ইসলাম, সংগীতা চৌধুরী, চাকলাদার মোস্তফা আল মাস্উদ, হামিদুল হক চৌধুরী (যোজন মাহমুদ), মো: আজগর হোসেন রাব্বী এবং আল জাবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেক্সপিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলার পক্ষকালব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ