Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল জোকারের ভূমিকায় অভিনয় করতে চান উইলেম ড্যাফো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

হলিউডের অভিনেতা উইলেম ড্যাফো জোকারের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারজয়ী অভিনেতা য়োয়াকিন ফিনিক্সের সঙ্গে একটি ফিল্মে প্রতারক জোকারের ভূমিকায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন, তিনি জানান এই ব্যাপারটি তিনি কল্পনা করেছেন। জিকিউ সাময়িকীকে তিনি এক সাক্ষাতকারে বলেছেন, এই ব্যাপারটিতে আকর্ষণীয় কিছু আছে, যেমন, যদি একজন প্রতারক জোকার থাকে তবেই। সুতরাং যদি তাদের মাঝে কোন প্রতিযোগিতা না থাকে, বরং একজন জোকার যে আসলে জোকার নয়। এটি এক রকম সম্ভাবনা, এতে কাহিনী আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে য়োয়াকিন ফিনিক্স রূপায়িত থাকে, আর একজন থাকে যে জোকারকে নকল করছে তার মত করে। আমি বিষয়টি কল্পনা করেছি। তবে তা যদি না হয় তাহলে আমি আর কথা বলব না, আপনাদের সঙ্গেই প্রথম বললাম। ড্যাফো ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ফিল্মে ভিলেন গ্রিন গবলিনের ভূমিকায় ফিরে প্রশংসিত হয়েছেন। তিনি ভিলেনের ভূমিকা পছন্দ করেন কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, আমি জানি না বিষয়টা ঠিক কী। আমি বুঝছি না এমনই দেখাব। আমি শুধু চরিত্র করে থাকি। আমি বলতে পারতাম, ‘ও, হ্যাঁ আমি খল চরিত্র করা উপভোগ করি কারণ আমি বাস্তবে যা করতে পারি না তা অভিনয় করতে পারি বা আমি আমার মন্দ দিকটি ফুটিয়ে তুলতে চাই। তবে ঠিক জানি না। আমি এমন কথা ভাবি না। সম্প্রতি ফিনিক্স ‘জোকার’ ফিল্মের একটি সিকুয়েলের ব্যাপারে আভাস দেবার পর ড্যাফো তার মন্তব্য করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইলেম ড্যাফো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ