Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাথর চাপা পড়ে শিশু শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান সিমেন্ট কারখানায় পাথর চাপা পড়ে শিশু শ্রমিক নিহত এবং আরেক শ্রমিক আহত হয়েছে। নিহত হৃদয় (১২) স্থানীয় খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং একই প্রতিষ্ঠানের শ্রমিক গারলগাঁতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের ফজর আলী (৪৫) কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উল্লাপাড়া পৌর এলাকার ভট্টকাওয়াক মহল্লায় অবস্থিত আমান সিমেন্ট কারখানায় ১০ থেকে ১৭ বছরের শিশুদের নিম্ন মজুরী দিয়ে ভারী কাজ করে আসছিল। গতকাল সোমবার সকালে মেশিনে হাত দিয়ে পাথর প্রবেশ করানোর সময় শিশু শ্রমিক হৃদয় ও ফজর আলী চাপা পড়ে। মুমূর্ষু অবস্থায় দেড় ঘণ্টা পর তাদের উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে হৃদয়কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থাণীয় লোকজন কারখানা ফটকে লাশ নিয়ে বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্র্রনে আনে। এদিকে কারখানার শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমান গ্রুপের সিমেন্ট ও ফিড কারখানায় স্কুলগামী শিশুদের দিয়ে ১৭০ টাকায় দিন হাজিরায় দীর্ঘ দিন ধরে ভারী কাজ করাচ্ছে। এতে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটলেও শ্রমিকদের চিকিৎসা সহ ক্ষতিপূরণ দিচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাথর চাপা পড়ে শিশু শ্রমিক নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ