Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ধর্ষণের চেষ্টার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা বোরহান উদ্দিন (২৪) কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত বোরহান জামালপুর জেলার মেলান্দহ থানার শিবহাটা গ্রামের ওমর আলীর পুত্র। এ ঘটনায় শিশুর মাতা সেলিনা বেগম বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, শিশুর বাবা আব্দুর রব মিয়া ছাপিলা পাড়া গ্রামের ইলিয়াছের বাড়ীতে ভাড়া থেকে হ্যামস্ র্গামেন্টসে চাকুরী করে ও তার মা অন্যের বাড়ীতে ঝিঁয়ের কাজ করেন। বোরহান উদ্দিন তাদের বাড়ীর পাশের কক্ষে ভাড়া থেকে একই কারখানায় চাকুরী করে। গত রোববার সন্ধ্যায় ফাঁকা বাড়ীতে বোরহান ওই শিশুকে খেলার ছলে পার্শ্ববর্তী কচু ক্ষেতের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ধর্ষনের চেষ্টার ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলছাত্রীর আত্মহত্যা
শ্রীপুরে লেখাপড়ার জন্য চাপ দেওয়ায় পিতার সাথে অভিমান করে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শান্তা (১২) গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্তা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাতকুচি গ্রামের শাজাহানের কন্যা। তারা স্বপরিবারে মুলাইদ এলাকার আলপিনা বেগমের বাড়িতে ভাড়ায় থাকত এবং শান্তা এমসি বাজার সংলগ্ন হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। নিহতের পিতা শাজাহান জানান, রবিবার রাতে আমি আমার মেয়েকে পড়ালেখার ব্যাপারে রাগারাগি করেছিল। এই ক্ষোভেই সে আত্মহত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ