Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে বাড়ছে করোনা সংক্রামণ

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৩:০৫ পিএম

বাগেরহাট জেলায় বাড়ছে করোনা সংক্রামণ। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নতুন করে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ০৫ ভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, জেলার মোল্লাহাটে ৬, চিতলমারী ৩ জন. ফকিরহাটে ৭ জন. মোংলায় ২ জন. কচুয়ায় ১ জন এবং বাগেরহাট সদর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় ৩০ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এসময় সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৩৫ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যত্রতত্র ঘোরা ফেরা করার কারণে দ্রুত সংক্রমন বাড়ছে। এটাকে নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রুত টিকা গ্রহণ করা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ