Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৯:৪৭ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৯৮৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১২ হাজার ১১২ জনে এবং মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জনে। সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৯ দশমিক ৯৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ৬৭৭ জন নগরীর এবং ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬১ জন মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৩ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ