Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাবরেরার সহকারী কায়সার-বিপ্লব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেয়ার এক সপ্তাহ পর দুই সহকারী পেলেন জামাল ভূঁইয়াদের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা। লাল-সবুজদের নতুন এই কোচের সঙ্গে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মাসুদ পারভেজ কায়সার ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য। আগে থেকেই জাতীয় দলের কোচিং স্টাফ প্যানেলে অস্ট্রেলিয়ার ফিটনেস কোচ ইভান রাজলগ আছেন। ক্যাবরেরার প্যানেলে ইভান স্বপদেই রয়েছেন।

গতকাল দুপুওে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনে দুই সহকারীকে পাশে রেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা। এসময় তিনি বলেন, ‘আপাতত আমার কাজ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্লাবগুলো পরিদর্শন করে তাদের অনুশীলন দেখা। এরপর বিপিএলের খেলা শুরু হলে সেখান থেকে আগামী মার্চ মাসের অ্যাসাইনমেন্টের জন্য খেলোয়াড় বাছাই করবো।’ ক্যাবরেরা যোগ করেন,‘আমি কায়সার ও বিপ্লবকে সহকারী হিসেবে পেয়ে খুব খুশি হয়েছি। কারণ তাদের জাতীয় দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আশা করবো তারা আমাকে লিগের খেলা দেখে খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে সহায়তা করবেন।’ এর আগে বাংলাদেশে কাজ করা অধিকাংশ বিদেশি কোচই তাদের পছন্দ অনুযায়ী স্টাফ নিয়োগ দিতেন। হ্যাভিয়ের ক্যাবরেরার অবশ্য এ রকম আগ্রহ নেই। তার কথায়,‘বিদেশি স্টাফের প্রয়োজনীয়তা দেখছি না আমি। বিপ্লব-কায়সার, ইভান এরা যথেষ্ট উপযুক্ত। তাদের বাংলাদেশের ফুটবলার ও ঘরোয়া লিগ সম্পর্কে ধারণা আছে। যেটা খুব কার্যকরি হবে।’ এরই মধ্যে ঢাকা আবাহনী লিমিটেডের ক্লাব পরিদর্শন করেছেন ক্যাবরেরা। পাশাপাশি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামস্থ বাফুফের এলিট ফুটবল একাডেমিও পরিদর্শন করেছেন তিনি। আপাতত এর বাইরে জাতীয় দল নিয়ে তার কাজ নেই। মার্চেও উইন্ডোতে বাফুফে ফিফা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে বা বিদেশে গিয়ে জাতীয় দলকে ম্যাচ খেলানোর চেষ্টা করছে বাফুফে। এর আগে চলতি মাসেই ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার কথা ছিল জাতীয় দলের। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সফর বাতিল হয়ে যায়। এখন মার্চের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তাই নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা এখন জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ে মনযোগী হবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ