মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় রীতি অনুসারে বিয়ের একদিন আগেই ছিল রিসেপশন বা খাওয়া-দাওয়া, নাচ-গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ডিজের তালে নাচে মাতেন তরুণী হবু বধ‚। সেটি একেবারেরই পছন্দ হয়নি হবু বরের। অভিযোগ, আমন্ত্রিত অতিথিদের সামনে তরুণীকে চড় মারেন বর। তবে এরপরই চমকে দেওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। ওই তরুণের বদলে কাজিনের গলায় মালা দেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। তরুণীর বাড়ি কুড্ডালোর জেলার পানরুতিতে। অভিযুক্ত তরুণের বাড়ি একই জেলার পেরিয়াকাট্টুপালায়মে। গেল বছর ৬ নভেম্বরে সম্প‚র্ণ হয়েছিল উভয়ের বাগদান পর্ব। বিয়ে ছিল গত ২০ জানুয়ারিতে। তার আগের দিনে স্থানীয় প্রথা অনুসারে ছিল বিয়ের খাওয়া-দাওয়া তথা আনন্দ অনুষ্ঠান। সেখানেই বাধে গোল। তরুণী ডিজের তালে নাচ করছিলেন অন্য আত্মীয়-বন্ধুদের সঙ্গে। এর মধ্যেই মেয়েপক্ষের এক আত্মীয় তরুণ বর-বধ‚র হাত ধরে নাচা শুরু করে। যা একেবারেই পছন্দ হয়নি বরের। সে ওই পুরুষটিকে এবং নিজের হবু বধ‚র থেকে হাত ছাড়িয়ে নেয়। এরপর সে দু’জনকেই ধাক্কা মারে বলেও অভিযোগ। মেয়েপক্ষের অভিযোগ, এরপর অনুষ্ঠান ভরতি লোকের সামনে নিজর হবু বউকে চড় মারে তরুণ। যদিও দ্রæত কড়া সিদ্ধান্ত নেয় তরুণী। ওই মুহ‚র্তে তার পরিবারকে সে জানিয়ে দেয়, এই ছেলেকে সে বিয়ে করবে না। যা মেনেও নেয় মেয়ের বাড়ির লোক। এরপর পরিবারের সদস্য এক কাজিনকে বিয়ে করে ওই তরুণী। এদিকে পানরুতির মহিলা পরিচালিত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রত্যাখ্যাত তরুণ। সে জানিয়েছে, হবু বউকে সে প্রশ্ন করেছিল, কেন অন্যদের সঙ্গে নাচ করছে, তাতে তরুণী উত্তর দেয়, তার ইচ্ছে। মেয়ের পরিবার তাকে হেনস্তা করেছে ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ তরুণের। যদিও তরুণী সাফ জানিয়ে দিয়েছেন, তার পরিবার বিয়ের অনুষ্ঠানের জন্য ৭ লক্ষ টাকা খরচ করেছে। সেই টাকা ক্ষতিপূরণ দিতে ছেলের পরিবারকে। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।