Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইয়ার্ড অ্যালের ভূমিকায় ড্যানিয়েল র‌্যাডক্লিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

শুধু জনপ্রিয় গানের প্যারোডি গেয়ে যে মানুষটি রাতারাতি কিংবদন্তীতে পরিণত হয়েছেন সেই ‘উইয়ার্ড অ্যাল’ ইয়ানকোভিককে নিয়ে বায়োপিক হচ্ছে। স্ট্রিমার রোকুর জন্য নির্মিতব্য চলচ্চিত্র ‘উইয়ার্ড : দি অ্যাল ইয়ানকোভিক স্টোরি’তে গ্র্যামি-জয়ী গায়কের ভূমিকায় অভিনয় করবেন হ্যারি পটার খ্যাত ড্যানিয়েল র‌্যাডক্লিফ। শুধু ওটিটির জন্য ফিল্মটি পরিচালনা করবেন এরিক অ্যাপেল। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য রচনার দায়িত্বে আছেন ‘উইয়ার্ড অ্যাল’ নিজেই। ইয়ানকোভিকের জীবনের প্রতিটি অংশই এই ফিল্মে তুলে ধরা হবে বলে জানান হয়েছে। তিনি ‘ইট ইট’ (মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’-এর প্যারোডি) এবং ‘লাইক আ সার্জন’ (ম্যাডোনার ‘লাইক আ ভার্জিন’-এর প্যারোডি) গেয়ে বিশ্বখ্যাতি পেয়েছিলেন। নির্মাতারা ভাষ্যে বলেছে : “ইয়ানকোভিকের জীবন ধারার এক অবিশ্বাস্য বর্ণনা থাকবে ‘উইয়ার্ড : দি অ্যাল ইয়ানকোভিক স্টোরি’তে। তিনি শৈশবের খ্যাতি থেকে কীভাবে আন্তর্জাতিক খ্যাতি পেলেন তার সব থাকবে।” ইয়ানকোভিক বলেন, ‘ড্যানিয়েল র‌্যাডক্লিফ আমার ভূমিকা করবেন জেনে আমি রোমাঞ্চিত। আমার সন্দেহ নেই ভবিষ্যতের প্রজন্ম তাকে মনে রাখবে এই ফিল্মটির জন্য।’ প্যারোডি ছাড়াও ইয়ানকোভিক পোলকা, রক, হিপহপ ধারার গান গেয়ে থাকেন। বলার অপেক্ষা রাখে না গানে হাস্যরসই তাকে খ্যাতি এনে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইয়ার্ড অ্যালের ভূমিকায় ড্যানিয়েল র‌্যাডক্লিফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ