গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী সোমবার (২৪ জানুয়ারি)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, কোকোর মৃত্যুবার্ষিকীর দিন সকাল ৮টায় বনানীতে কবর প্রাঙ্গণে কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়া ওইদিন ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় বিশেষ দোয়া এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দিদার বলেন, সোমবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থবিধি মেনে দিনব্যাপী এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আরাফত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার দুই মেয়ে লন্ডনে থাকেন। খালেদা জিয়া গত ১৩ নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে শাশুড়িকে দেখতে বাংলাদেশে আসেন কোকোর স্ত্রী। প্রায় দুই মাসের মতো দেশে থেকে গত ১৬ জানুয়ারি আবার লন্ডনে চলে যান শর্মিলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।