Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে প্রবাসীর বসতঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রাতের আঁধারে আবদুল্লাহ আল মামুন নামের এক কাতার প্রবাসীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে টিনশেট ঘর ও মালামাল পুড়ে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে প্রবাসী পরিবারের অভিযোগ। রোববার রাত দেড়টার দিকে উপজেলার গাজীনগরের পশ্চিম চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী আবদুল্লাহ আল মামুনের সাথে তার চাচা আবুল খায়ের ও আবু তাহেরদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রায় দুই একর জমির ওপর প্রবাসীর নতুন বাড়িটি। এ বাড়ি ছাড়া করার জন্য চাচারা তাকে নানাভাবে চাপ দিয়ে আসছে। গত রোববার দুপুরে তারা (চাচা) ওই বাড়িতে এসে কেয়ারটেকার আবুল কালাম ও তাজুল ইসলামকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এরজের ধরে ঘটনার সময় বাড়িটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় বলে প্রবাসীর অভিযোগ। এতে ঘর ও মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়। তবে ঘটনার সময় ঘরে কেউ ছিল না। চরপাতা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) তোফায়েল আহমেদ বলেন, জমি নিয়ে প্রবাসীর সাথে তার চাচাদের বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েকবার দেনদরবার হয়েছে। তবে কি কারণে, কারা আগুন দিয়ে বাড়িটি জ্বালিয়ে দিয়েছে তা বলতে পারি না। প্রবাসী আবদুল্লাহ আল মামুন বলেন, আমার জমি চাচা ও তাদের ছেলেদের কুনজরে পড়েছে। তারা আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে। টেলিফোনে হুমকি দিয়েছে। এখন দিনে কেয়ারটেকারদের দিনে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে রাতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনার জন্য দায়িদের বিচার দাবি করছি। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে আবুল খায়ের ও আবু তাহেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। রায়পুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমর চক্রবর্তী বলেন, বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়পুরে প্রবাসীর বসতঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ