Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল মাতাতে ঢাকায় গেইল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৩:৪৪ পিএম
বিপিএল মাতাতে ঢাকায় চলে এসেছেন ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। এবার ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলবেন তিনি৷ 
 
রবিবার ঢাকায় পৌছেই সবার আগে করোনা ভাইরাস পরীক্ষা করান গেইল। এখন যদি তার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাহলে তিনি কাল সোমবারই মাঠে নেমে যাবেন৷ 
 
গেইল ঢাকায় পৌছে বরিশালের ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’ 
 
গেইলকে এবার বিদেশী কোটার মাধ্যমে সবার আগে দলে ভেড়ায় বরিশাল৷ বিপিএলে অংশ নিতে ২১ জানুয়ারী ঢাকায় পা রাখার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় দুইদিন পর আসলেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ