Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি মাঠে নামছেন আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৩:০৮ পিএম
করোনার থেকে পুরোপুরি সেরে ওঠেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি৷ ফলে এক মাসেরও বেশি সময় পর ফের মাঠে নামতে যাচ্ছেন তিনি। 
 
আজ রাতে পিএসজি খেলতে নামবে রেঁসের বিপক্ষে। আর এ ম্যাচটির মাধ্যমেই নতুন করে ফুটবল মাঠে প্রত্যাবর্তন হতে যাচ্ছে মেসির৷ পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো নিশ্চিত করেছেন বিষয়টি। 
 
বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে এ ম্যাচটি৷ 
 
এ ব্যপারে কোচ বলেন, ‘এই সপ্তাহে দলের সঙ্গে সে ভালোভাবে অনুশীলন করেছে। সে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি খুশি। রবিবার মেসি স্কোয়াডে থাকবে।’
 
এদিকে মেসি সর্বশেষ ২২ ডিসেম্বর মাঠে নামেন৷ এরপর বড় দিন পালন করতে যান নিজ দেশে। সেখানে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ