Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মেয়েকে পেলেন সানজিদা শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ভারতীয় টিভির অভিনয় দম্পতি আমির আলি আর সানজিদা শেখের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে। গুজব রটেছে তারা বেশ অনেক দিন ধরেই আলাদা বসবাস করছিলেন। বিবাহবিচ্ছেদে তারই সত্যতা প্রমাণিত হল। একটি পোর্টাল জানিয়েছে, প্রায় নয় মাস আগেই তাদের ছাড়াছাড়ি হয়েছে। এই গুজব রটলেও আমির বা সানজিদা তাদের পরিবারের কথা প্রকাশ্যে আনেননি যেমন সারোগেসির মাধ্যমে তাদের মেয়ে আয়রার জন্মের কথা। জানা গেছে, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করার পর আদালত ২ বছর বয়সী আয়রার দেখাশোনার দায়িত্ব সানজিদাকে দিয়েছে। ২০১২তে বিয়ের বেশ কয়েক বছর আগে থেকেই আমির ও সানজিদা প্রেম করছিলেন। তারা জুটি বেঁধে ‘নাচ বালিয়ে ৩’-এ অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। ২০২০ সালে প্রথম তাদের সংসারে সমস্যার কথা কিছুটা প্রকাশ্যে আসে। একই সময় তাদের কন্যা আয়রার কথাও জানা যায়, জানা যায় সারোগেসির মাধ্যমে তার জন্ম হয়েছে। ক্রমে তারা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে শুরু করেন। পারিবারিক ঝামেলার কথা প্রকাশ না করে তারা তাদের কন্যার সঙ্গে ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ