মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১টা ৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের উপকূলে ভূত্বকের ৪৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পে কিউশুর ওইতা ও মিয়াজাকি প্রিফেকচার কেঁপে ওঠে। এ সময় অন্তত ১৩ জন আহত হন বলে ইয়োমিউরি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, বহু ভবন, পানি সরবরাহের পাইপ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।