Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপসের রোগমুক্তিতে শোকরানা মিলাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৬:০৫ পিএম | আপডেট : ৬:৪৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রাণঘাতি করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য লাভ করায় শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর আরামবাগ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ডিএসসিসির ৯ নং ওয়ার্ড এ দোয়া ও মিলাদের আয়োজন করে।

৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হকের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম শামীম, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. সাব্বির হোসেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনু রহমান ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু। এছাড়া মতিঝিল থানা ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মিলাদ পরিচালনা করেন মাওলানা এমরান হোসাইন মাজহারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ