Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় করোনা তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:৪১ পিএম

ভারত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়াতেও এখন প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা হু হু করে বাড়ছে। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এটিই গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রামণ বাড়ছে।
ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিলো। কুষ্টিয়ায় জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১ জন।


এর মধ্যে আরোগ্যলাভকৃত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত কোভিড পরীক্ষা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১ লাখ ১৮ হাজার ৯৯৮ জনের। বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯ জন।
হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।
এ পর্যন্ত কুষ্টিয়াতে করোনায় আক্রান্ত হয়ে ৭৮৯ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার ওমিক্রন ভেরিয়েন্ট এ আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বেশিরভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০ টি বেড রাখা হয়েছে। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালী ৬, দৌলতপুরে ১, ভেড়ামারা ৬, মিরপুর ১ ও খোকসা উপজেলায় ২ জন।
এদিকে, জেলায় হু হু করে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। মাস্ক না পরেই অধিকাংশ মানুষ শহরে, হাটে, গ্রামে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ