Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব-মোস্তফিজকে পেতে খরচ করতে হবে দুই কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১১:৫২ এএম
এ বছর ১০ দল নিয়ে হবে আইপিএল। এই আইপিএলের আগে হবে বড় ধরনের নিলাম। 
 
আর আইপিএলের নিলামে বরাবরের মতো থাকছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান৷ 
 
তাদেরকে পেতে হলে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে দুই কোটি টাকা খরচ করতে হবে। কারণ এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রূপি। সাকিব মোস্তাফিজকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তি মূল্যে। 
 
এই নিলামের লক্ষ্যে এরই মধ্যে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২জন বিদেশী ক্রিকেটারকে রাখা হয়েছে। 
 
আইপিএলের সর্বশেষ আসরে সাকিব খেলেন কলকাতার হয়ে। অপরদিকে মোস্তাফিজ খেলেছের রাজস্থানের হয়ে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ