Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় বন্দুকযুদ্ধে ২৩ আইএস জঙ্গি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দি জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এবং আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের মধ্যেকার সংঘাতে ২৩ আইএস জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর হাসাকার এক কারাগারে আইএসের সশস্ত্র জঙ্গিরা হামলা চালালে এসডিএফ এবং তার মিত্র বাহিনী আসাইশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় তাদের। হাসাকার ওই কারাগারটিতে অন্তত ৮৯ জন আইএস জঙ্গি বন্দি আছেন। বন্দি এই জঙ্গিদের মুক্ত করতেই কারাগারে হামলা চালিয়েছিল আইএস। যুদ্ধে অবশ্য দুই তরফেই মৃত্যুর ঘটনা ঘটেছে। কারাগার ও এসডিএফ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারের বন্দুকযুদ্ধে এসডিএফের ৭ জন এবং মিত্র বাহিনী আসাইশের ১ জন নিহত হয়েছেন।
বিশ্বের সবচেয়ে নৃশংস জঙ্গিগোষ্ঠী হিসেবে পরিচিত আইএসের জন্ম ২০১৩ সালে, ইরাকে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের ইরাক ও সিরিয়া শাখার কয়েকজন দলত্যাগী সদস্য এই আইএসের প্রতিষ্ঠাতা। এই জঙ্গিগোষ্ঠীর প্রধান নেতা আবু বকর আল বোগাদাদি নিজে একসময় আল কায়দা নেটওয়ার্কের ইরাক শাখার প্রধান ছিলেন। জন্মলগ্ন থেকেই ইরাকের পাশাপাশি সীমান্তবর্তী সিরিয়াতেও ব্যাপকভাবে বিস্তার লাভ করে আইএস। ২০১৪ সালের দিকে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা তাদের দখলে চলে যায়। এদিকে, আইএসের বিরোধী শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে সবচেয়ে অগ্রসর ও সক্রিয় বাহিনী হলো এসডিএফ। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট এসডিএফের হাতে ইতোমধ্যে দখলকৃত এলাকার বেশি কিছু অংশ হারিয়েছে আইএস। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • ash ২২ জানুয়ারি, ২০২২, ১:৫৩ এএম says : 0
    ODER I-S KENO DAKA HOY ???? ODER MOSAD DAKA WCHITH !!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ