রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে ভাতের সাথে চেতনানাশক ওষুধ খেয়ে একই পরিবারের ৩ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ি গ্রামের মো. আকবর আলী সরদার এর পুত্র মো. খলিলুর রহমান উপজেলার বংশীপুরে পরিবার নিয়ে বসবাস করে। গত বৃহস্পতিবার রাতে মো. খলিলুর রহমান (৩৫), স্ত্রী আসমা খাতুন (২৫) ও পুত্র তাহমিদ রহমান রিফাত (৮) রাতের খাবার (ভাত) খেয়ে ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তারা সেখানে চিকিৎসাধীন।
কিছুটা সুস্থ হওয়ার পর খলিলুর রহমান জানান, শত্রুতাবসন্ত হয়তো কেউ আমাদের রাতের (ভাত) খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়েছে। বুঝতে পারিনি, আমরা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে জেগে দেখি আমরা সবাই হাসপাতালে। বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা বাড়ি না গেলে বলতে পারব না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।