Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু ১

রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু ১ | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৩:১৪ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি নওগাঁ জেলায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। রামেকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৬ জন। হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

এদিকে, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা রাজশাহীতে বেড়েই চলেছে সংক্রমণ। গত বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহী জেলার বাসিন্দা। সেই হিসেবে এক দিনে জেলায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৩ শতাংশ।
এরমধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৮৮ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৩৭ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৭২ জনের। এর আগের দিন বুধবার করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪০ দশমিক ১৬ শতাংশ। সম্প্রতি করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ