২০২০ সালে ভারতের মাটিতে রোড সেফটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর সাবেক ক্রিকেটাররা।
তবে সেই টুর্নামেন্টে খেলার জন্য যে সম্মানী দেওয়ার কথা ছিল সেটি এখনো পাননি খেলোয়াড়রা৷ এরমধ্যে আছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারও। তাছাড়া বাংলাদেশের কিংবদন্তিরাও পাননি টাকা। আর তাই টুর্নামেন্টটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শচিন টেন্ডুলকার।
শচিনের কাছের সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ‘শচিন এই মৌসুমে আর এই টুর্নামেন্টে অংশ হবেন না। টুর্নামেন্টটি ১-১৯ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা আছে, তবে শচিন সেই টুর্নামেন্টে কোনোভাবেই অংশ নেবেন না।’
শচিন যে সম্মানি পাননি, সে কথাও নিশ্চিত করলেন সেই সূত্র। বললেন, ‘হ্যাঁ, টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক ক্রিকেটারের মধ্যে শচিন আছেন, যাদের আয়োজকরা সম্মানি প্রদান করেননি।’