Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে চেলসির বিপক্ষে লড়বে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ২:১৫ পিএম
ইংলিশ এফ এ কাপের সেমফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আর্সেনালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। প্রথম লেগের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। ফলে দ্বিতীয় লেগে যে দল জয় পাবে সে দল ফাইনালে যাবে পরিসংখ্যান এমন দাঁড়ায়৷ অবশেষে দ্বিতীয় লেগে লিভারপুল ২-০ গোলের জয়ই তুলে নেয়। 
 
ফাইনালে এখন চেলসির মুখোমুখি হবে লিভারপুল৷ আগামী ২৭ ফেব্রুয়ারী ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবে দুই দল৷ 
 
আর্সেনালের বিপক্ষে ম্যাচটিতে শুক্রবার রাতে লিভারপুলের হয়ে দুইটি গোলই করেন দিয়েগো জোতা। ম্যাচের ১৯ ও ৭৭ মিনিটের সময় গোল দুইটি করেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ