মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করেছেন, ফেসবুক তাকে দু’বার মৃত ঘোষণা করেছে। বৃহস্পতিবার তিনি ভারতের দ্য টেলিগ্রাফকে বলেন, জিহাদিদের সন্দেহজনক সাইবার হামলার পর ফেসবুক মাত্র দু’দিনে তাকে দু’বার মৃত ঘোষণা করে বলে তিনি দেখতে পেয়েছেন। বর্তমানে ভারতে নির্বাসনে দিন কাটাচ্ছেন এই লেখিকা। রাজধানী নয়া দিল্লি থেকে তিনি বলেছেন, বিস্ময়কর ব্যাপার হলো জিহাদিদের সংখ্যা বিপুল। আমার মারা যাওয়ার রিপোর্ট করছে তারা। আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটা ক্রসচেক না করেই ফেসবুকের মতো প্লাটফরম আমাকে মৃত ঘোষণা করেছে।
বিতর্কিত লেখার কারণে ২৭ বছর ধরে নির্বাসনে দিন কাটাচ্ছেন তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মৃত ঘোষণার মধ্যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তার দেয়া তথ্য মতে, ১৮ই জানুয়ারি ফেসবুক তাকে মৃত ঘোষণা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।