Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ-জাতিকে মুক্ত করতে এনএম ইউসুফ সংগ্রাম করে গেছেন -মুসলিম লীগ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেছেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্তির পূর্বে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বর্তমান সিলেট বিভাগকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশের সাথে যুক্ত করার পেছনে যাদের অবদান ঐতিহাসিক তাদের মধ্যে জনাব এএনএম ইউসুফ অন্যতম। অথচ ইতিহাসের এই নায়কদের কথা জাতীয় ভিত্তিতে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা হচ্ছে না। তিনি শুধু একজন নির্লোভ রাজনীতিবিদই ছিলেন না, একজন নিবেদিতপ্রাণ সমাজ সেবকও ছিলেন। নিজ জেলা কুলাউড়ার শিক্ষা বিস্তারের জন্য তিনি নিজ উদ্যোগে চারটি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে গেছেন। এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ অর্জনে মুসলিম লীগের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া কখনও নির্বাচন সুষ্ঠ হবে না। নেতৃবৃন্দ গণতন্ত্রহীনতা ও রাজনৈতিক শূন্যতার অবসান ঘটিয়ে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ-জাতিকে মুক্ত করতে এনএম ইউসুফ সংগ্রাম করে গেছেন -মুসলিম লীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ