নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-ইংল্যান্ড, ২য় টেস্ট ৩য় দিন
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
টস : বাংলাদেশ
(২য় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংস : ৬৩.৫ ওভারে ২২০ ও ৩১ ওভারে ১৫২/৩; তামীম ৪০, ইমরুল ৫৯*, মাহমুদুল্লাহ ৪৭; আনসারি ২/৩৩, স্টোকস ১/২০। ইংল্যান্ড ১ম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪; রুট ৫৬, বেয়ারস্টো ২৪, ওকস ৪৬, রশিদ ৪৪; মিরাজ ৬/৮৬, তাইজুল ৩/৬৫)
বাংলাদেশ ২য় ইনিংস রান বল ৪ ৬
ইমরুল ব্যাটিং ৫৯ ৮১ ৮ ০
মুমিনুল ক কুক ব স্টোকস ১ ২ ০ ০
সাকিব বোল্ড রশিদ ৪১ ৮১ ৬ ০
মুশফিক ক কুক ব স্টোকস ৯ ২৯ ১ ০
সাব্বির এলবি ব রশিদ ১৫ ১৭ ৩ ০
শুভাগত অপরাজিত ২৫ ২৮ ৪ ০
তাইজুল ক বেয়ারস্টো ব স্টোকস ৫ ৪ ১ ০
মিরাজ ক রুট ব রশিদ ২ ৮ ০ ০
রাব্বি ক এন্ড ব রশিদ ৭ ৯ ০ ১
অতিরিক্ত (বা ১৭, লেবা ৭, ও ১, নো ১) ২৬
মোট (অলআউট, ৬৬.৫ ওভার) ২৯৬
উইকেট পতন : ১-৬৫ (তামীম), ২-৬৬ (মুমিনুল), ৩-১৫২ (মাহমুদুল্লাহ), ৪-২০০ (ইমরুল), ৫-২৩৮ (সাকিব), ৬-২৩৮ (মুশফিক), ৭-২৬৮ (সাব্বির), ৮-২৭৩ (তাইজুল), ৯-২৭৬ (মিরাজ), ১০-২৯৬ (রাব্বি)
বোলিং : ফিন ৩-০-১৮-০, মঈন ১৯-২-৬০-১, আনসারি ১৯-০-৭৬-২, স্টোকস ১২-২-৫২-৩, রশিদ ১১.৫-১-৫২-৪, ওকস ২-০-১৪-০
ইংল্যান্ড ২য় ইনিংস রান বল ৪ ৬
কুক ক মুমিনুল ব মিরাজ ৫৯ ১১৭ ৫ ০
ডাকেট বোল্ড মিরাজ ৫৬ ৬৪ ৭ ১
রুট এলবি ব সাকিব ১ ২ ০ ০
ব্যালান্স ক তামীম ব মিরাজ ৫ ১৪ ০ ০
মঈন এলবি ব মিরাজ ০ ৪ ০ ০
স্টোকস বোল্ড সাকিব ২৫ ৩৬ ২ ১
বেয়ারস্টো ক শুভাগত ব মিরাজ ৩ ৮ ০ ০
ওকস অপরাজিত ৯ ১৭ ০ ০
রশিদ এলবি ব সাকিব ০ ১ ০ ০
আনসারি ক ইমরুল ব সাকিব ০ ২ ০ ০
ফিন এলবি ব মিরাজ ০ ৮ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ২) ৬
মোট (অলআউট, ৪৫.৩ ওভার) ১৬৪
উইকেট পতন : ১-১০০ (ডাকেট), ২-১০৫ (রুট), ৩-১২৪ (ব্যালান্স), ৪-১২৪ (মঈন), ৫-১২৭ (কুক), ৬-১৩৯ (বেয়ারস্টো), ৭-১৬১ (স্টোকস), ৮-১৬১ (রশিদ), ৯-১৬১ (আনসারি), ১০-১৬৪ (ফিন)
বোলিং : মিরাজ ২১.৩-২-৭৭-৬, সাকিব ১৩-১-৪৯-৪, শুভাগত ৬-০-২৫-০, তাইজুল ৫-২-৭-০
ফল : বাংলাদেশ ১০৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)।
সিরিজ : ২ ম্যাচে ১-১ ড্র।
সিরিজ সেরা : মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।