Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি ‘সাময়িকভাবে স্থগিত কার্যক্রমগুলো’ ফের শুরুর কথা বিবেচনা করছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর স্ব-আরোপিত স্থগিতাদেশ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স¤প্রতি উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। এ পরিস্থিতিতে ২০১৭ সালের তথাকথিত ‘আগুন ও উন্মত্ততা’ সময়ের প্রতিচ্ছায়া ফিরে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক’ আলোচনার জন্য দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বৈঠক আহŸান করেছিলেন। এ বৈঠকে যুক্তরাষ্ট্রের ‘শত্রæতাপূর্ণ’ নীতির পাল্টা ব্যবস্থাগুলো কী হতে পারে তাই নিয়ে আলোচনা হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে। পলিটব্যুরো আস্থা তৈরির পদক্ষেপগুলো ফের বিবেচনার এবং ‘সাময়িকভাবে স্থগিত সব কার্যক্রম ফের শুরু করার বিষয়টি অবিলম্বে পরীক্ষা করে দেখার’ নির্দেশ দিয়েছে বলে কেসিএনএ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক কৌশলগত অস্ত্র মোতায়েন এবং একক ও জাতিসংঘের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে ওয়াশিংটনের শত্রæতা ও হুমকি একটি ‘বিপজ্জনক সীমায় পৌঁছে গেছে’ বলে মন্তব্য করা হয়েছে। “মার্কিন সাম্রাজ্যবাদীদের সঙ্গে দীর্ঘমেয়াদি মোকাবেলার জন্য আমাদের আরও ব্যাপক প্রস্তুতি নেওয়া উচিত,” নিজেদের সিদ্ধান্তে বলেছে পলিটব্যুরো। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অনুরোধে উত্তর কোরিয়ার সা¤প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘর নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবার এক রুদ্ধদ্ধার বৈঠক ডাকার কথা, তার কয়েক ঘণ্টা আগে এসব পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করল উত্তর কোরিয়া। কেসিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ