Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন ধারাবাহিক ফ্যামিলি ফ্রেন্ডস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

পারিবারিক কমেডি গল্প নিয়ে নির্মিত নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ফ্রেন্ডস’। ধারাবাহিকটি এনটিভি ও এনটিভি অনলাইনে প্রচার শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। ২৬ পর্বের ড্রামা সিরিজটি প্রতি সপ্তাহের মঙ্গলর, বুধব ও বৃহ¯পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে। পরবর্তী সময়ে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, নাদিয়া আফরিন মীম, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রিয়ন্তী উর্বি, জীবন রায়, তনয় বিশ্বাস, আইনুন পুতুল প্রমুখ। সিরিজটির গল্পে দেখা যাবে এ যুগের মেয়ে সোনিয়া সদা হাস্যোজ্জ্বল। সোনিয়ার তিন বন্ধু সাদিয়া, সাজ্জাদ ও শুভ। এর মধ্যে সাজ্জাদ আবার সোনিয়ার বেয়াই। সোনিয়ার পরিবারে আছে তার বাবা, মা, ভাই ফয়সাল, ভাবি শিউলি ও ভাতিজি। তারা থাকে উত্তরার একটি বাড়িতে। সোনিয়া বন্ধু এবং পরিবারের মধ্যমনি। তাদের মধ্যে ঘটে যাওয়া নানা গল্প নিয়েই নাটকের গল্প এগোতে থাকে। নির্মাতা হাবিব শাকিল বলেন, এটি পারিবারিক কমেডি গল্প। দর্শক উপভোগ করবেন বলে আশা করি। এই ধরনের গল্প নিয়ে প্রথম ধারাবাহিক নির্মাণ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ধারাবাহিক ফ্যামিলি ফ্রেন্ডস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ