Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৬:১৯ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল বুধবার রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ শুরু হয়। পরে ধানমন্ডির তাকওয়া মসজিদের আশেপাশের ফুটপাতে গরিব মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। শীতবস্ত্র অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি এবং ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে করোনা মহামারী থেকে শুরু করে তীব্র শীতেও সাধারণ গরিব মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। যা অত্যন্ত প্রশংসনীয়। এজন্য জেডআরএফের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রিজভী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেডআরএফের মনিটর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, মিসেস শামীমা রাহিম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার, প্রকৌশলী রাকিবুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র সহভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব আমান উল্লাহ আমান, বুয়েট ছাত্রদলের প্রকৌশলী আসিফ হোসেন রচি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ রহমান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ