Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১১:৫১ এএম
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনার হানা পড়েছে। জানা গেছে ভারতের অন্তত পাঁচজন  ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অধিনায়ক ইয়াশ ডুল,  সহ-অধিনায়ক শেখ রাশেদ, আরাধায়া যাদব, ভাসু ভাটস ও  মানব পারাখা করোনায় আক্রান্ত হয়েছেন। 
 
করোনায় আক্রান্ত হয়ে যাওয়ায় তারা কেউই খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে।
 
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ‘গতকাল তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছে। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ-অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’
 
এদিকে মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে খেলতে না পারলেও আইরিশদের বড় ব্যবধানেই হারিয়ে দিয়েছে ম্যান ইন ব্লুরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ